Banner 728x90

পচে গেলে আ.লীগ আমাকে বের করে দিক: ব্যারিস্টার সুমন

 পচে গেলে আ.লীগ আমাকে বের করে দিক: ব্যারিস্টার সুমন


সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীর নানা দুর্নীতির অভিযোগ তুলে তাকে ‘পচা মাল’ হিসেবে আখ্যায়িত করেছেন আরেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  

সম্প্রতি সালাম মুর্শেদীর অবৈধভাবে গুলশানের সরকারি বাড়ি দখল নিয়ে রিট পিটিশনের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ব্যারিস্টার সুমন। 

ব্যারিস্টার সুমন বলেন, আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমার বিশ্বাস এতো বড় একটা সংগঠন আওয়ামী লীগ যা সমুদ্রের মতো। সমুদ্র যেভাবে পচাঁ মাল তার পেটের ভিতর রাখে না বরং সমুদ্রের কিনারায় ঠেলে দেয়।  

তিনি বলেন, আমার বিশ্বাস আওয়ামী লীগও যাদেরকে পচা মাল মনে করে তাদেরকে পেট থেকে বের করে কিনারায় ঠেলে দিক। এতে দেশ ও জনগণের কল্যাণ হবে। পচা মাল রেখে দেশ, দল ও ব্যক্তির কারোরই লাভ হয় না। আমি বিশ্বার করি, পচা মাল সরালে সবার ক্ষেত্রে কাজে দেবে।  

বর্তমান এই সংসদ সদস্য আরও বলেন, আমিও যদি কোনো দিন পচা মাল হয়ে যাই, রাষ্ট্রের স্বার্থে দলের পেট থেকে বের করে কিনারায় দিয়ে দিক। এটি হবে রাষ্ট্রের জন্য কল্যাণকর।

No comments

Powered by Blogger.