Banner 728x90

বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৯ মার্চ গণসংযোগের কর্মসূচি বিএনপির

 

বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৯ মার্চ গণসংযোগের কর্মসূচি বিএনপির



সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ৬ মার্চ

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগের কর্মসূচি দিয়েছে বিএনপি।

 আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান। তিনি বলেন, গুপ্তহত্যা, অপহরণ, গুম, ক্রসফায়ার নিত্যদিনের ঘটনার পাশাপাশি ডামি সরকার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পানির সংকটকে ঘনীভূত করেছে। বিদ্যুৎ খাতে অনিয়ম-দুর্নীতি করে আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ‘ইনডেমনিটি আইন’ তৈরি করেছে।
গত ১৪ বছরে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সরকার কমিশন ও লুটপাট করার জন্য পরিবেশ দূষণকারী জ্বালানি তেল ব্যবহার করে দেশের পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। পাশাপাশি দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে।
পবিত্র রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিকল্পিতভাবে অঘটন ঘটিয়ে দাম বাড়ানো হচ্ছে।


No comments

Powered by Blogger.