পূজা স্ট্যাটাসে লিখেছেন, ‘কিন্তু এইটা কী হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারা জীবন পার করব? বলো তুমি? মা মাগো, পারলে আমাকে মাফ করে দিয়ো মা। একমাত্র তুমি ছিলে, যার সঙ্গে হাসতাম, রাগ হলে চিল্লাতাম, আবার অন্যের রাগও তোমার ওপর ঝাড়তাম। আহ, তখন কী যে শান্তি লাগত, কিন্তু এখন। মামুনি, বলারও কেউ নাই। নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছি, সবাইকে চলে যেতে হয়। চিন্তা কোরো না মামুনি, তোমার কাছে একদিন না একদিন আমিও আসব।’
চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝরনা রায় আজ বেলা ১১টায় নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মা দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল।
Post a Comment