Banner 728x90

ভারতকে সব দিয়েছেন কিন্তু ন্যায্য অধিকার তিস্তার পানি পাননি: রিজভী

 

ভারতকে সব দিয়েছেন কিন্তু ন্যায্য অধিকার তিস্তার পানি পাননি: রিজভী



সীমান্তে বাংলাদেশিদের হত্যা অব্যাহত রেখেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এই অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, একটু মাথা উঁচু করে কথা বলতে পারেন না।


আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।


ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘ভারতকে সব দিয়েছেন, কিন্তু ন্যায্য যে অধিকার, তিস্তার পানি-গঙ্গার পানি, সেটাও আপনারা পাননি।

বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন, অবৈধ সরকার দেশের সব বিরোধী দল, সব গণতন্ত্রকারী মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে দেশ শাসন করতে চাচ্ছে। জনগণশূন্য, ভোটারশূন্য, গণতন্ত্রশূন্য—এমন একটি নির্দয় ফ্যাসিবাদী শাসন তারা কায়েম করতে চায়।

দেশের রিজার্ভের কথা উল্লেখ করে রিজভী বলেন, রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলার। যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে ১৯ বিলিয়ন ডলার। কিন্তু আইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে, ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না।


যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোরতাজুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান, যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।


‘সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘সরকার আজকে ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না। আজকে কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই তো সারা দুনিয়া চলে আসছে।


আমাদের দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। এটা সারা দুনিয়া বলছে। তাহলে আমরা এ দেশে কীভাবে বাস করব।’



No comments

Powered by Blogger.