Banner 728x90

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

 

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন




চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড়ে অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।


টেক্সটাইল মোড়ের পাশেই বায়েজিদ ফায়ার স্টেশন। স্টেশনের কন্ট্রোল রুম থেকে ফায়ারকর্মী শিবলি সাদিক প্রথম আলোকে বলেন, ছয়তলা কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

No comments

Powered by Blogger.