Banner 728x90

এমপিদের ‘সন্ত্রাসী বাহিনীরা’ ভয়াবহ নৈরাজ্য তৈরি করেছে, অভিযোগ রিজভীর

 

এমপিদের ‘সন্ত্রাসী বাহিনীরা’ ভয়াবহ নৈরাজ্য তৈরি করেছে, অভিযোগ রিজভীর


সংসদ সদস্যদের (এমপি) ‘সন্ত্রাসী বাহিনীরা’ দেশে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ানকে দেখতে গিয়ে এসব কথা বলেন রিজভী।


বিএনপির অভিযোগ, ১৩ মার্চ নাটোরে দলটির নেতা ফরহাদ আলী দেওয়ানকে মাইক্রোবাসের ধাক্কায় ফেলে দেওয়ার পর পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করা হয়।


রুহুল কবির রিজভী নাটোর-২ আসনের সংসদ সদস্যের সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির নেতার ওপর হামলার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছেন।


No comments

Powered by Blogger.