Banner 728x90

বোরোখেতে শামুকখোল পাখি

বোরোখেতে শামুকখোল পাখি

দেশীয় প্রজাতির পাখি শামুকখোল। জলাশয়ের পাশে বেশি বিচরণ করে পাখিটি। শামুকখোলের খাবার হচ্ছে শামুক, ঝিনুক, মাছ, কাঁকড়া, ছোট জলচর প্রাণী, ব্যাঙ ইত্যাদি। দেশের বিভিন্ন স্থানে এই পাখি দেখা যায়। গতকাল শনিবার বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি গ্রামের বোরো ধানখেতে শামুকখোল পাখির অবাধ বিচরণের কয়েকটি ছবি নিয়ে এই গল্প



খাবারের জন্য উড়ে এসে বোরো ধানখেতে পড়ছে শামুকখোল পাখি।







No comments

Powered by Blogger.