গরমে থেমে নেই শ্রমজীবী মানুষশরীরে ছাই আর ঘামের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন এক শ্রমিক।হাত, মাথা ও পিঠ—সবখানে লেগে আছে ছাই আর ঘাম।ছাই থেকে রক্ষায় তীব্র গরমেও কোনো কোনো শ্রমিক পোশাক পরেছেন।গরমে ভিজে গেছে জামা, কিন্তু থেমে নেই কাজ।পিঠে বস্তা নিয়ে গন্তব্যে চলছেন এক শ্রমিক।কাজ করতে করতে ক্লান্ত শ্রমিকের ঘাম মোছার চেষ্টা।হুক দিয়ে ঘাম মোছার চেষ্টা করছেন এক শ্রমিক।
Post a Comment