Banner 728x90

ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন: রিজভী

 
ওবায়দুল কাদের সাহেব বেশি অবান্তর কথা বলেন: রিজভী




রিজভী বলেন, ‘গণমাধ্যমে দেখেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তারস্বরে চিৎকার করছেন। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল।’ তিনি বলেন, ‘আর তালিকা তো আপনাদের [সরকার] কাছেই রয়েছে। আইন, আদালত, থানা-পুলিশ তো আপনাদের কবজায়।’


২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানী বনানীর ২ নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীকে তুলে নিয়ে যায় বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, টিপাইমুখ বাঁধ এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ–আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি–বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিলেন।



সংবাদ সম্মেলনে ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে’ সাজাপ্রাপ্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ–স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের জামিন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি আবদুল কাদির ভূঁইয়ার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহার ও সাজা বাতিলের আহ্বান জানান।


No comments

Powered by Blogger.