Banner 728x90

ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীর স্রোতে ভেসে গেলেন বাবা

 

ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীর স্রোতে ভেসে গেলেন বাবা








শাহাদাত খান তাঁর ছোট ছেলে হাফিজুর রহমান ওরফে সিয়াম (১৬) এবং ভাতিজা তানভীর খানকে নিয়ে আজ বিকেলে গোপালপুর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। হাফিজুর জানায়, সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে সে নদীর স্রোতে ভেসে যেতে থাকে। এ সময় বাবা (শাহাদাত) তাকে উদ্ধার করতে নদীতে নামেন। নদীর পাড়ে আসার সময় একটি নৌকার জেলেরা প্রথমে তাকে উদ্ধার করেন। কিন্তু তার বাবা নদীর স্রোতে ভেসে যান।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মুর্তজা ফকির আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে আসেন এবং নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত শাহাদাত খানের খোঁজ পাওয়া যায়নি। নদীতে তীব্র স্রোত। এ জন্য কত দূরে তিনি (শাহাদাত) ভেসে গেছেন, তা বোঝা যাচ্ছে না। কাল ভোর থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

No comments

Powered by Blogger.