Banner 728x90

৪০০ আসনের বেশি চান মোদি, মমতা বিজেপিকে বললেন ‘ভোটের পাখি’

 ৪০০ আসনের বেশি চান মোদি, মমতা বিজেপিকে বললেন ‘ভোটের পাখি’


ভারতের লোকসভা নির্বাচনে এবার ৪০০ আসনের বেশি চান বিজেপির নরেন্দ্র মোদি। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে এসে এই প্রত্যাশার কথা জানান। আর আজই আরেক নির্বাচনী সভায় বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দলটিকে ‘ভোটের পাখি’ বললেন মমতা। এভাবে আজ পশ্চিমবঙ্গে দুই দলের মুখের লড়াই চলল।












এদিকে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এবার পশ্চিমবঙ্গে এসে প্রচারে বিজেপির বিরুদ্ধে অস্ত্র শাণিয়েছেন। আজ তিনি কোচবিহারে বিরাট এক নির্বাচনী র‌্যালি বা রোড শোতে যোগ দিয়ে বলেছেন, ‘দুর্নীতি, সন্ত্রাসের হাত থেকে মুক্ত করে নতুন এক সোনার বাংলা গড়ার জন্য এবার মোদিজিকে ভোট দিন।’ মিঠুন রোববার জলপাইগুড়ি, সোমবার আলিপুরদুয়ার এবং আজ মঙ্গলবার কোচবিহারে বিজেপি আয়োজিত নির্বাচনী র‌্যালিতে অংশ নেন।

অন্যদিকে আজ তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আলিপুরদুয়ারে এক রোড শোতে যোগ দিয়ে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

অন্যদিকে আজ সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমও বাম প্রার্থীদের সমর্থনে রোড এক রোড শোতে অংশ নেওয়ার কথা জলপাইগুড়িতে।


No comments

Powered by Blogger.