আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে: আবহাওয়া অফিসআবহাওয়া অধিদপ্তরদেশে চলমান তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে সামান্য কমতে পারে। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। আগামী ৫ মে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। আর এতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে।দেশে গত ১ এপ্রিল থেকে টানা তাপপ্রবাহ চলছে। এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটা ৩৫ বছরের রেকর্ড। এর আগে ১৯৮৯ সালে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।তবে এই তাপমাত্রা আগামীকাল থেকে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক। তিনি আজ প্রথম আলোকে বলেন, দেশের কিছু এলাকায় আজ বৃষ্টি হচ্ছে। আগামীকাল থেকে তাপমাত্রা একটু করে কমতে পারে।আবহাওয়া অধিদপ্তর গতকাল জানিয়েছিল, আগামী ৪ থেকে ৫ মে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ উমর ফারুক বলেন, আগামী ৫ মে দেশজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাতে তাপমাত্রা কিছুটা কমে আসবে।গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে, ৫৩ মিলিমিটার।তবে শুধু একটি দুটি এলাকায় বৃষ্টি হলে টানা যে তাপপ্রবাহ চলছে তা কমবে না বলেই মনে করেন আবহাওয়াবিদেরা। এর জন্য দেশজুড়ে বৃষ্টির দরকার।সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর। দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে। এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার এই ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে। তা-ও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সেটাও অস্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তরের ১৯৮১ সাল থেকে চলতি ২০২৪ সাল পর্যন্ত বজ্রঝড়ের সংখ্যা বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। আবহাওয়া ও জলবায়ুবিশেষজ্ঞরা প্রকৃতির এ আচরণকে অস্বাভাবিক বলছেন।
Post a Comment