Banner 728x90

কলকাতার নদীর তলদেশ দিয়ে গেল মেট্রো ট্রেন, হাজারো যাত্রীর ভিড়

 কলকাতার নদীর তলদেশ দিয়ে গেল মেট্রো ট্রেন, হাজারো যাত্রীর ভিড়

গঙ্গা নদীর তলদেশ দিয়ে আজ কলকাতার মেট্রো ট্রেন চালু হয় সর্বসাধারণের জন্য। টিকিটের জন্য প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে

কলকাতায় সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো ট্রেন। আজ শুক্রবার সকাল সাতটায় কলকাতার ধর্মতলার মেট্রো ট্রেন স্টেশন থেকে এ ট্রেন চালু হয়। সকাল থেকে গঙ্গা নদীর তলদেশ দিয়ে ট্রেনে চড়ার জন্য ধর্মতলা এবং হাওড়া মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় হয়। মানুষ লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে ওঠে। আজ থেকে এই ট্রেন ১৫ মিনিট অন্তর চলবে। ভারতে এই প্রথম নদীর তলদেশ নিয়ে ট্রেন চলল।১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতাতেই প্রথম চালু হয়েছিল মেট্রো বা পাতাল রেল। প্রথম ৩ দশমিক ৪ কিলোমিটার এই রেলপথ চালু হওয়ার পরে এই মেট্রো ট্রেনের চলার পথ বেড়ে ৩১ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়। ট্রেন চলতে শুরু করে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত। পরে এই পথ টালিগঞ্জ থেকে গড়িয়া এবং দমদম থেকে বাড়িয়ে করা হয় নওয়াপাড়া-দক্ষিণেশ্বর পর্যন্ত।






No comments

Powered by Blogger.