Banner 728x90

মেসির গোলের পর ‘রোনালদো, রোনালদো’ স্লোগান, ভিডিও ভাইরাল

 

মেসির গোলের পর ‘রোনালদো, রোনালদো’ স্লোগান, ভিডিও ভাইরাল


সৌদি আরবের ফুটবলে মাঝেমধ্যেই একটা বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে—তিনি ড্রিবল করছেন বা গোল করে উদ্‌যাপন করছেন, এমন সময় গ্যালারির প্রতিপক্ষ সমর্থকদের অংশ থেকে ভেসে আসছে ‘মেসি, মেসি’ স্লোগান।
সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচে এমন পরিস্থিতির শিকার হয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেছিলেন রোনালদো। এর জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞাও পান। সৌদি আরবের দর্শকদের বিষয়টি যুক্তরাষ্ট্রে সংক্রমিত হতে বেশি সময় লাগেনি। সেখানে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে মেসির উদ্দেশে ‘রোনালদো, রোনালদো’ স্লোগান দিয়েছেন দর্শক।

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। সেই ম্যাচে মায়ামির প্রথম গোলটি লুইস সুয়ারেজকে দিয়ে করানোর পর দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। সেই সময় ন্যাশভিলের সমর্থকেরা ‘রোনালদো, রোনালদো’ বলে চিৎকার করেন। গ্যালারি থেকে করা এক ভিডিও ক্লিপে বিষয়টি স্পষ্টই শোনা গেছে।



No comments

Powered by Blogger.